ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক দশকে তিন হাজার মানুষ ক্রসফায়ারের শিকার ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:২৩, ১৪ আগস্ট ২০২০

এক দশকে তিন হাজার মানুষ ক্রসফায়ারের শিকার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত এক দশকে ৩ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে উত্তারার নিজ বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, সেনাবাহিনীর কক্সবাজারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। তিনি বলেন, বিগত ১০ বছরে দেশের জেল কাস্টডিতে মারা গেছে ৭৯৫ জন মানুষ, গুম হয়েছে ৬০১ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৭ হাজার ৮০৬ জন নারী, নির্যাতিত হয়েছে ১ হাজার ৯৩৪ জন শিশু, হত্যার শিকার হয়েছে ১৮ জন শিশু। আর ২০২০ সালে ২৫ জুন পর্যন্ত ১৩৪ জন মানুষ বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছে। এর অধিকাংশই বিরোধীদলীয় নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের নামে ১ লাখের ওপর রাজনৈতিক মামলা হয়েছে। এই চিত্র বলে দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেন আমাদের প্রিয় জন্মভূমি আজ মৃত্যু উপত্যকা। বিএনপি মহাসচিব বলেন, অতি সম্প্রতি মেজর (অব) সিনহাকে পুলিশ হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। অনেক পরিবারের সদস্যরা মামলা করতে সাহস পায় না।
×