ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ডিজিটাল আইনে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ফের গ্রেফতার

প্রকাশিত: ২৩:২৩, ১৪ আগস্ট ২০২০

শ্রীপুরে ডিজিটাল আইনে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ককে ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহস্পতিবার ভোরে ফের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আনোয়ার হোসেন। তিনি পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার এসআই নাজমুল হক জানান, কিছুদিন ধরে শ্রীপুর পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী সবুজ মিয়ার বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিল আনোয়ার হোসেন ও তানভীর আহম্মেদ। এ অভিযোগে তাদের বিরুদ্ধে ৩০ জুলাই শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সবুজ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। মামলার অপর আসামিকেও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। মামলার বাদী সবুজ মিয়া জানান, আমার স্ত্রী শ্রীপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি।
×