ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা ফের অর্ধেকে, নতুন শনাক্ত ৬৬

প্রকাশিত: ২৩:২৩, ১৪ আগস্ট ২০২০

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা ফের অর্ধেকে, নতুন শনাক্ত ৬৬

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা আবারও নেমে এলো অর্ধেকে। বুধবার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭৫টি, যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬। তবে পরীক্ষার সংখ্যা যাই হোক না কেন, আক্রান্তের হার কমেছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের দিন বুধবার ২৪ ঘণ্টায় ৪৭৫টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৩.৮৯। চট্টগ্রামের মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫ হাজার ৫৫৭, যার মধ্যে ১০ হাজার ৯৫৮ মহানগর এলাকার এবং ৪ হাজার ৫৯৯ জন বিভিন্ন উপজেলার। বুধবার ছিল করোনায় মৃত্যুহীন আরেকটি দিন। ফলে মৃতের সংখ্যা ২৪৭ জনে স্থিত রয়েছে। এর মধ্যে ১৭১ জন শহর এলাকার এবং ৭৬ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, বুধবার মোট ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ২৪৩ নমুনা পরীক্ষায় ২০, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৬ নমুনা পরীক্ষায় ২২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় ৯ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটালে ৮৬ নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
×