ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি

প্রকাশিত: ২৩:২২, ১৪ আগস্ট ২০২০

আপীল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার আদালতে ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে তিন দিন বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। সে হিসেবে আগামী রবিবার থেকে আপীল বিভাগের চেম্বার জজ আদালতে বিচারপতি মোঃ নুরুজ্জামান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি গ্রহণ করবেন। এছাড়া প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর দুইটা ত্রিশ মিনিট হতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপীল বিভাগে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভুইঞা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ খবর জানা গেছে।
×