ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃণাল সরকার

বাতিঘর নিভে গেলে (১৫ আগস্ট ১৯৭৫। শোকগাথা)

প্রকাশিত: ২২:৩৭, ১৪ আগস্ট ২০২০

বাতিঘর নিভে গেলে (১৫ আগস্ট ১৯৭৫। শোকগাথা)

রাতের নক্ষত্র জানে জানে আরো সৈকতের বালি বাতিঘর নিভে গেলে জাগে চোরাবালি। সমুদ্রের ঢেউ জানে আরো জানে জেলেদের নাও জ্যোৎস্নার রাতে কেন আন্ধারে বাও। মাঝিরাও হাল ছাড়ে ভয় জাগে অচেনা তুফান দরিয়া মাতাল হয় পাতালের টান। ঘাতক ছোবল হানে দেশ জুড়ে অমানিশা ঘোর রক্তের বানে ভাসে কাক-ডাকা ভোর। লুকোনো বিবর থেকে বেড়ে ওঠে বেজন্মা শেয়াল ইতিহাস ঘিরে রাখে মিথ্যের দেয়াল। মানুষ মরিয়া হয় গাঙ্গেয় বদ্বীপ জানে পরাভব নাই! সময় হয়েছে আজ মুছে ফেলো বিকৃত বয়ান সকলে স্মরণ কর মানব মহান স্মরণে আনো তাঁর নিষ্ঠুর প্রয়াণ। ইতিহাস পাতা খোলো তুলে ধরো অতীত-অকাল শুদ্ধ কর জনকের জন্মের সকাল!
×