ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেঘমল্লারে কান্নার সুর

প্রকাশিত: ২২:৩৭, ১৪ আগস্ট ২০২০

মেঘমল্লারে কান্নার সুর

এসেছে শ্রাবণ রাত্রি আবার এসেছে আগস্ট মাস মেঘমল্লারে কান্নার সুর শোকের বিলাপ যেন কাঁদছে প্রকৃতি স্বজনের শোকে, বাতাসে কান্নাধ্বনি দেয়ালে-সিঁড়িতে রক্তের দাগ স্মৃতি আঁকে সেই ছবি। পিতার রক্তে ভিজেছে এ মাটি মায়ের রক্ত-স্রোতে ডুবেছে রাসেল, কামাল-জামাল রক্তে সাঁতার কাটে আগস্ট এলেই স্নায়ুজুড়ে শুধু রক্তের স্মৃতি জাগে ঘাতকের হাত কাঁপলো না কেন? দংশন স্নায়ুকোষে! আগস্ট এলেই হিমালয়সম পিতার মুখটি ভাসে কী করে তোমার সামনে দাঁড়ালো ঘাতক অস্ত্র হাতে! তোমার বজ্রকণ্ঠে কেঁপেছে এই দেশ-মহাদেশ পাহাড়তুল্য সেই তুমি পিতা সিঁড়িতে পড়েছো ঢলে! আগস্ট এলেই উল্কার-বেগে স্মৃতিঝড় বয়ে যায় কী গভীর ভালোবেসেছো স্বদেশ, বিশ্বাস কত গাঢ় না হলে কী করে তোমার বাড়িটা এরকম খোলামেলা! সেই বিশ্বাস ভেঙে দিলো ওরা মারণাস্ত্রের ঘাতে! এই ভেবে তবু সান্ত¦না পিতা-তুমিতো চিরঞ্জীব ঘৃণার মৃত্যু ছুঁয়েছে খুনীকে, অমর শেখ মুজিব।
×