ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারভীন আক্তার

রক্তে ঝরা মধ্য আগস্ট

প্রকাশিত: ২২:৩০, ১৪ আগস্ট ২০২০

রক্তে ঝরা মধ্য আগস্ট

শোকাহত স্বরলিপির আর্তনাদ উঠে আসে স্মৃতির ভান্ডরে, শব্দেরা কেঁপে ওঠে অতীতের গর্ভ থেকে বোধের মানচিত্রে। প্রকৃতির অমোঘ নিয়মের ব্যতিক্রমে- কুচক্রীর রোষানলে সমরাস্ত্রের হুঙ্কারে, মধ্য আগস্টে রক্তের নিচে শায়িত মৃত্যু যাতনা, প্রয়াণের লাশে পড়ে ছিল বজ্রকণ্ঠের চেতনা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গণমানুষের আর্তচিৎকার- ভেঙ্গেছিল বাংলার বুকের পাঁজর, ভিসুভিযাসের অগ্নি হুঙ্কারে সেজে- আজও বুলেটের আওয়াজ বাজে, মানুষের অন্তরে অন্তরে তুমি চিরঞ্জীব চলছে হৃদয়ে বয়ে অবিরত বঙ্গবন্ধু শেখ মুজিব। আত্মীয়-স্বজন-সপরিবারে- পৃথিবী থেকে বিদায় নিয়েছিলে, এই বিদায় বিদায় নয়- তুমি রয়েছ প্রতিটি বাঙালীর হৃদয়ে। রক্তজবার নিচে শুয়ে আছ অভিমান মেখে হৃদয়ে- রক্তে ধোঁয়া-বারুদের গন্ধ ছড়ায় লাল গোলাপের ছায়। তবে তুমি জেনে রাখ তোমার অবিবেকী অন্যায় হত্যার বিরুদ্ধে ছিল দৃঢ় প্রত্যয়- হয়েছে মীর জাফররূপী ঘাতকের বিচার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি, হৃদয়ে মুক্তির সংগ্রাম তুমি ফিরে আস-শ্রাবণের বৃষ্টিধারার মতো অবিরাম। বাংলার আকাশে বাতাসে চির বহমান- বাজে হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
×