ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, তিন কিশোর নিহত

প্রকাশিত: ২২:০৪, ১৪ আগস্ট ২০২০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষ, তিন কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় নিহতদের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরভমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), রাসেল হোসেন (১৮) বগুড়ার শেরপুরের মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, সদরের পুলেরহাটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে আটকদের মধ্যে দুই গ্রুপ রয়েছে- পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপ। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। দুপুর ২টায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উন্নয়ন কেন্দ্রের প্রমোশন অফিসার মুশফিক আহমেদ বলেন, দুপুর ২টার দিকে দুই পক্ষ লোহার রড ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মারা যায় তিনজন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রের সহকারী পরিচারক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের একজন যশোর জেনারেল হাসপাতালে এবং বাকিরা কেন্দ্রের ভেতর চিকিৎসাধীন আছে।
×