ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙ্গন

প্রকাশিত: ২২:০১, ১৪ আগস্ট ২০২০

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভয়াবহ ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ আগস্ট ॥ চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরাণ বাজার হরিসভা এলাকায় আবারও মেঘনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাত ১০টায় ওই এলাকার বাঁধসহ সড়কের প্রায় ২৫ মিটার এলাকায় ভাঙন শুরু হয়। এতে সড়কের কিছু অংশ ও বৈদ্যুতিক খুঁটিসহ ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। এলাকায় বর্তমানে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গিয়ে দেখা গেছে ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে ২৫ মিটারের সঙ্গে বাঁধের আরও ৬০ থেকে ৭০ মিটার ফাঁটল দেখা দিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। ভাঙনের সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলতে শুরু করেছেন। নতুন করে আরও ব্যাগ বালু ভর্তি করা হচ্ছে। স্থায়ী ও শক্তিশালী বাঁধ না হলে বাণিজ্যিক এলাকা পুরানবাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ হাজার হাজার মানুষের ঘরবাড়ি মেঘনায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বিমল চৌধুরী বলেন, গত বছর থেকে ভাঙন এলাকাটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে।
×