ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুশ ভ্যাকসিন স্পুটনিক তৈরি হবে ব্রাজিলে

প্রকাশিত: ২১:৫৬, ১৪ আগস্ট ২০২০

রুশ ভ্যাকসিন স্পুটনিক তৈরি হবে ব্রাজিলে

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাজিলে উৎপাদিত হবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। আর ১০২ দিন পর ফের নিউজিল্যান্ডে করোনা সংক্রমণে আক্রান্ত রোগী পাওয়ার পর দ্বিতীয় দিনের মতো সে সংখ্যা বেড়েছে। যেজন্য দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নির্বাচন পেছানের আহ্বান জানিয়েছেন। কোভিড-১৯ এ মৃতের সংখ্যার দিক থেকে ব্রিটেনকে ছাড়িয়ে গেল ভারত। করোনার ভুল তথ্যের কারণে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। হংকংয়ে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত। করোনা ছড়ানোর দায়ে মালয়েশিয়ায় প্রবাসীর কারাদণ্ড দেয়া হয়েছে। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ। পেরুতে কার্ফু জারি। এছাড়া করোনায় ব্রাজিলের প্রেসিডেন্টের দাদি শাশুড়ির মৃত্যু হলো। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি নয় লাখ ৬০ হাজার ১০ জন। মারা গেছেন সাত লাখ ৫০ হাজার ১৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩৮ লাখ ৭ হাজার ৭৭৯ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৬৩ লাখ ৬০ হাজার ১০১ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬৪ হাজার ৫৮৭ জন। একদিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৫ হাজার ৩৭১ জন। মারা গেছেন ছয় হাজার ৮২১ জন। করোনার রুশ ভ্যাকসিন স্পুটনিক ফাইভের ক্লিনিক্যাল ট্রায়াল ও তা তৈরি করতে চুক্তি স্বাক্ষর করেছে এক ব্রাজিলীয় রাজ্য। কর্মকর্তারা বলছেন, প্রথমে ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করা হবে। দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের কর্মকর্তারা বলেছেন, ব্রাজিলে ভ্যাকসিনটি তৈরি শুরু হওয়ার আগে এটিকে সেখানকার নিয়ন্ত্রকদের অনুমোদন পেতে হবে এবং তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন কিংবা ব্যাপক মানুষের ওপর পরীক্ষা করাতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে ব্রাজিলে এটির উৎপাদন শুরু হবে। পারানা টেকনোলজি ইনস্টিটিউটের প্রধান জর্জ কালাডো এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে এটি খুবই উদ্দেশ্যমূলক একটি সমঝোতা স্মারক। এতে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি, খুব সাধারণভাবে আমাদের যৌথভাবে কাজের সুযোগ করে দিয়েছে। সমঝোতা অনুযায়ী রাশিয়া ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল রাজ্যটিকে সরবরাহ করবে। করোনা ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষার জনপ্রিয় ক্ষেত্র হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে ভাইরাসের বিস্তার এখনও অব্যাহত রয়েছে। করোনা মহামারীতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের দেশ ব্রাজিল। দেশটিতে মোট ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪ জন আক্রান্ত। মৃত্যু এক লাখ চার হাজার ২৬২ জন। একদিনে আক্রান্ত হয়েছে আরও ৫৮ হাজার ৮১ জন। মারা গেছেন এক হাজার ১৬৪ জন। নিউজিল্যান্ডে আরও ১৪ ॥ ১০২ দিন পর চলতি সপ্তাহের মাঝামাঝিতে একই পরিবারের ৪ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর পরপরই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় শহর অকল্যান্ডকে অবরুদ্ধ করার ঘোষণা দেন। নতুন করে দেশটিতে আরও ১৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যুতে ব্রিটেনকে ছাড়াল ভারত ॥ করোনা মৃত্যুতে ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের দেশগুলোর মধ্যে চতুর্থ স্থানে উঠে গেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, একদিনে রেকর্ড ৬৬ হাজার ৬৯৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মিলেছে। একই সময়ে দেশটিতে কোভিড-১৯ এ আরও ৯৪২ জনের মৃত্যুও হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। হংকং-এ আরও ৬৯ ॥ হংকংয়ে নতুন করে ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। বাকি চারজন বাইরে থেকে আসা। স্থানীয়ভাবে সংক্রমিত ৬৫ জনের মধ্যে ৩২ জনের আগেও আক্রান্ত হয়েছিলেন। ২৭ জন আক্রান্ত হয়েছে পারিবারিক কিংবা বন্ধুদের কোন অনুষ্ঠানে যোগ দিয়ে। মালয়েশিয়ায় প্রবাসীর কারাদণ্ড ॥ হোম কোয়ারেন্টাইন সংক্রান্ত নির্দেশ অমান্য করে ঘরের বাইরে বের হয়ে অনেকের মধ্যে করোনার সংক্রমণ ছড়ানোর দায়ে মালয়েশিয়ার বসবাসরত এক ভারতীয় প্রবাসীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাহতে একটি রেস্তরাঁর মালিক ৫৭ বছর বয়সী ওই ভারতীয়র বিরুদ্ধে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করার চারটি অভিযোগে এই দণ্ড দিয়েছে আদালত। তিনি গত জুলাই মাসে ভারত থেকে মালয়েশিয়ায় ফিরে অবাধে চলাচল করছিলেন বলে জানানো হয়েছে। কার্ফু ফিরল পেরুতে ॥ লাতিন আমেরিকার দেশগুলোতে এখনও কমেনি করোনার প্রকোপ। মেক্সিকোয় একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৮৬ জন। পেরুতে সংক্রমণের উর্ধগতি ঠেকাতে ফের জারি করা হয়েছে কার্ফু। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন করে ৫ হাজার ৮৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন। তবে দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়েও অনেক বেশি বলে দাবি বিশেষজ্ঞদের। এ পর্যন্ত মারা গেছেন ৫৪ হাজার ৬৬৬ জন। এদিকে, করোনার সংক্রমণ বাড়তে থাকায় ছুটির দিনগুলোতে আবারও পুরোদমে কার্ফু জারির ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেকটি দেশ পেরু।
×