ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরে পানিতে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ২০:৫৫, ১৩ আগস্ট ২০২০

জামালপুরে পানিতে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে সহোদর শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো স্থানীয় দরিদ্র হোটেল ব্যবসায়ী ইছাহাক আলীর মেয়ে ইয়াছমিন (৯) ও ছেলে সোয়াদ (৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের নামাপাড়া গ্রামের দরিদ্র ইছাহাক আলীর মেয়ে ইয়াছমিন তার ছোটভাই সোয়াদকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা পৌনে তিনটার দিকে বাড়ির কাছেই তাদের বাবার হোটেলের পেছনে ছোট একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত দুই শিশুকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বকশীগঞ্জের ইউএনও আ স ম জামশেদ খোন্দকার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি মো: শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। বকশীগঞ্জের ইউএনও আ স ম জামশেদ খোন্দকার জনকণ্ঠকে বলেন, মৃত শিশু দুটিকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পানিতে ডুবে মাঝে মধ্যেই বকশীগঞ্জে শিশুরা মারা যাচ্ছে। তাই শিশু সন্তানদের দেখাশোনায় অভিভাবকদের সচেতন হতে হবে।
×