ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে আতলেতিকো-লাইপজিগ

প্রকাশিত: ২০:২৭, ১৩ আগস্ট ২০২০

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে আতলেতিকো-লাইপজিগ

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামছে আতলেতিকো-লাইপজিগ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আজ। এবারের মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের আরেক চমক লাইপজিগ নামছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সাফল্যের নায়ক টিমো ভের্ণার না থাকায় চাপে জার্মান ক্লাবটি। আর আতলেতিকো এমন মঞ্চের অভিজ্ঞতায় অনেক এগিয়ে থেকেই নামবে। লিসবনে রাত একটায় শুরু হবে মাচটি। ম্যাচটা হতে পারতো মাদ্রিদে অথবা লাইপজিগে। কিন্তু হচ্ছে পর্তুগালের লিসবনে। জোসে আলভালাদে স্টেডিয়াম সেজেছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। কিন্তু সেই উৎসবের রং সামনে থেকে দেখার দর্শক কই। করোনা বদলে দিয়েছে কতকিছু। অ্যাতলেতিকো ভুলতে বসেছে ১৫৫ দিন আগে চ্যাম্পিয়ন লিভারপুলকে বিদায় করার আনন্দ। আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেন, মাঝে অনেক সময় পেড়িয়েছে। লিভারপুলের সাথে জয়ের পর একশ দিনেরও বেশি কোয়ারেন্টিনে ছিলাম। এখন নতুন যাত্রার শুরু। এই ম্যাচে জয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, একমাত্র উপায়। প্রতিপক্ষ লাইপজিগ হারিয়ে বসেছে ভের্নারকে। ৩৪ গোল করে ছিলেন দলের প্রাণভ্রোমরা। কিন্তু ৫৪ মিলিয়ন পাউন্ডে চেলসিতে নাম লিখিয়ে বিপদে ফেলে গেছেন জার্মান ক্লাবটিকে। লাইপজিগ কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেন, আমাদের ভের্নার নেই। আমি বলবো না কে তার জায়গায় নামবে। তবে দলে অনেকেই আছে যারা ভের্নার যখন ছিলেন তখন সুযোগ পায়নি। এবার তাদের সামনে সুযোগ। দু দলের মিলটাও কম নয়। নিজ নিজ লিগে হয়েছে তৃতীয়। প্রেসিং ফুটবলে মন ভরিয়েছে দর্শকের। লাইপজিগ এক্ষেত্রে একধাপ এগিয়ে। যার নেপথ্যে চ্যাম্পিয়্ন্স লিগ নক আউট ইতিহাসের সবচেয়ে কম বয়সী কোচ জুলিয়ান নাগেলসম্যান। গত নয় বছরে বায়ার্ন, ডর্টমুন্ড ছাড়া আর কোনো জার্মান ক্লাব যা করে দেখাতে পারেনি সেই সেমিফাইনালে ওঠার হাতছানি, মাত্র এগার বছরের পুরনো ক্লাবটির। টানা আট মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলা আতলেতিকো এই ম্যাচে নিশ্চিত ফেভারিট। ভরসার নাম আলভারো মোরাতা। অভিজ্ঞ এই ফুটবলার অসংখ্যবার দলকে বিপদমুক্ত করেছেন শেষ মুহূর্তের ঝলকে।
×