ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত রাজস্থান রয়ালসের কোচ

প্রকাশিত: ২০:১৫, ১৩ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত রাজস্থান রয়ালসের কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ গোটা আইপিএলকে বায়োসিকিউর প্রটোকলের মধ্যে রেখেই শুরু হচ্ছে ১৩তম আসর। সেটিও আবার দেশে নয়, সংযুক্ত আরব আমিরাতে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় দলগুলোকে রাখা হবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে। এরই মধ্যে শুরু হয়েছে ক্রিকেটার স্টাফ ও সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা। তাতেই করোনার অস্তিত্ব মিলেছে রাজস্থান রয়ালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিকের শরীরে। রাজস্থান রয়ালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইয়াগনিকের করোনা আক্রান্তের খবরটি। এই সময়ে তিনি নিজ শহর উদয়পুরে আছেন। করোনায় আক্রান্ত হবার কারণে যোগ দিতে পারছেন না মুম্বাইয়ে দলের সঙ্গে। করোনা আক্রান্ত ইয়াগনিক টুইটারে জানিয়েছেন, আমি করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে পরীক্ষা করান। যদিও ইয়াগনিক ছাড়া বাকীদের করোনা নেগেটিভ এসেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রটোকল অনুযায়ী কোয়ারেন্টিন শেষে ইয়াগনিককে দেশে আরও দুইবার করোনা পরীক্ষা করতে হবে। এই দুইবারের পরীক্ষায় নেগেটিভ আসলে যোগ দিতে পারবেন দলের সঙ্গে, আরব আমিরাত গিয়ে৬দিন আইসোলেশনে থাকার পর আরও ৩বার পরীক্ষা দিতে হবে তাকে। ইয়াগনিক শুধু রাজস্থানের কোচই নয়, এই দলের হয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন আইপিএলে। এছাড়া ২০১৩ সালে রাজস্থানের হয়ে অংশ নিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও।
×