ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মালিকরাও প্রত্যাহার চান বাসের বর্ধিত ভাড়া

প্রকাশিত: ১৭:২৭, ১৩ আগস্ট ২০২০

মালিকরাও প্রত্যাহার চান বাসের বর্ধিত ভাড়া

অনলাইন রিপোর্টার ॥ মালিকরাও বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার চান বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ধিত ভাড়া অবশ্যই প্রত্যাহার করা হবে। এখনই পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেবো। যেহেতু সরকার ৫০ শতাংশ আসনে যাত্রী নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে, সরকার সেটা তুলে দিলেই আমরাও করোনাকালীন বাড়ানো বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেবো। খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, আসন পূর্ণ করে যাত্রী নিয়েও বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে এটা সত্য। অফিস টাইমে রাজধানীর কিছু গণপরিবহন ও আন্তঃজেলা বাস এ কাজ করছে। আমরা প্রশাসন ও বিআরটিএ-এর সঙ্গে আলাপ করেছি, এসব গণপরিবহন ও বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। তিনি বলেন, আমরা মালিকদের সঙ্গেও সভা করেছি। তাদের সচেতন করছি। যাতে কেউ ৫০ শতাংশের বেশি যাত্রী না নেয়।
×