ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মাগুরায় মানববন্ধন

প্রকাশিত: ১৭:০৫, ১৩ আগস্ট ২০২০

করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মাগুরায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে করোনাভাইরাস পরীক্ষার জন্য মাগুরা জেলায় পিসিআর ল্যাবস্থাপন , মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হাইফ্লো অক্সিজেন , আইসিইউ এবং ভেন্টিলেশন স্থাপনের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। করোনা দূর্যোগ মোকাবেলায় গণকমিটি মাগুরা জেলা এর আয়োজন করেন । মানববন্ধনে গণকমিটির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন করোনা দূর্যোগ মোকাবেলায় প্রতিরোধে গণ- কমিটির আহবায়ক এটিএম মহব্বত আলী , সদস্য সচিব এটিএম আনিসুজ্জামান , যুগ্ন সদস্য সচিব সম্পা বসু প্রমুখ। বক্তরা অবিলম্বে মাগুরায় পিসিআর ল্যাবস্থাপন , মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হাইফ্লো অক্সিজেন , আইসিইউ এবং ভেন্টিলেশন স্থাপনের দাবী জানানো হয়।
×