ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালিয়াকৈরে গার্মেন্টস কর্মী খুন, স্বামী পলাতক

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ আগস্ট ২০২০

কালিয়াকৈরে গার্মেন্টস কর্মী খুন, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে দাম্পত্য কলহের জেরে এক গার্মেন্টস কর্মীকে গলাটিপে খুন করেছে তার স্বামী। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। আজ বৃহষ্পতিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের নাম সুবর্ণা বেগম (২৫)। সে গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলার মুকন্দপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ও স্থানীয়রা জানান, গাজীপুরের উপজেলার পূর্বচান্দরার জালাল গেইট এলাকায় মনিরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন লিটন মিয়া। জীবিকার উদ্দেশ্যে প্রায় তিনমাস আগে কালিয়াকৈরে আসেন তারা। লিটনের স্ত্রী সুবর্ণা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করেন। স্বামী লিটন মিয়া বেকার থাকায় প্রায়শঃ স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। বুধবার রাতেও তাদের মাঝে বাকবিতন্ডা হয়। রাতে খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। বৃহষ্পতিবার সকালে ঘরে কারো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে মেঝেতে সুবর্ণার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে বধুবার রাতের কোন এক সময় স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় লিটন। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×