ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শত্রুর মোকাবিলায় কঠিন ঐক্য বজায় রাখবে আইআরজিসি ও সেনাবাহিনী

প্রকাশিত: ১১:৪১, ১৩ আগস্ট ২০২০

শত্রুর মোকাবিলায় কঠিন ঐক্য বজায় রাখবে আইআরজিসি ও সেনাবাহিনী

অনলাইন ডেস্ক ॥ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা এবং শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী। আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বুধবার তেহরানে নিজেদের মধ্যকার ত্রৈমাসিক বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন।বৈঠকে আইআরজিসি ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠকে জেনারেল সালামি বলেন, সাম্রাজ্যবাদী ও আধিপত্যকামী শত্রুদের বিরুদ্ধে ইরান আজ প্রতিরক্ষা শক্তিতে যে বিশাল অগ্রগতি অর্জন করেছে তা সম্ভব হয়েছে আইআরজিসি ও সেনাবাহিনীর মধ্যে ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে। সামনের দিকে এই সমন্বয় আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় জেনারেল মুসাভি বলেন, আইআরজিসি ও সেনাবাহিনীর মধ্যকার এই চমৎকার বোঝাপড়ায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দিক নির্দেশনা মেনে ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় আরো শক্তিশালী অবস্থানে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।#
×