ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মস্থলে ফিরতে মরিয়া প্রবাসীরা

প্রকাশিত: ০০:২২, ১৩ আগস্ট ২০২০

কর্মস্থলে ফিরতে মরিয়া প্রবাসীরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদেশের কর্মস্থলে ফিরতে মরিয়া করোনা মহামারীর কারণে দেশে আটকেপড়া প্রবাসীরা। সীমিত আকারে ফ্লাইট চালু হওয়ায় টিকেট কনফার্ম ও নতুন টিকেটের জন্য বিমান অফিসে হুমড়ি খেয়ে পড়েছেন তারা। বুধবার চট্টগ্রাম মহানগরীর বিমান অফিসে দেখা যায় টিকেটের জন্য অত্যধিক চাপ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, টিকেটের জন্য ভিড় করা যাত্রীর অধিকাংশই মধ্যপ্রাচ্য প্রবাসী। এর মধ্যে আরব আমিরাতের যাত্রী বেশি, যাদের অনেকেই দেশে এসে ছয়মাস পর্যন্ত আটকা পড়ে আছেন। অনেকেই রয়েছেন কর্ম হারাবার উৎকণ্ঠায়। এত যাত্রীর চাপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে বিমান কর্তৃপক্ষকে। বিমান সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বিমানের ফ্লাইট রয়েছে সপ্তাহে চারটি করে। কিন্তু এই চার ফ্লাইট দিয়ে এত যাত্রীর চাপ সামলানো কঠিন।
×