ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মন্দির রক্ষায় মুসলিম তরুণদের মানব ঢাল

প্রকাশিত: ০০:১২, ১৩ আগস্ট ২০২০

মন্দির রক্ষায় মুসলিম তরুণদের মানব ঢাল

সহিংসতার মধ্যেও ভারতের বেঙ্গালুরুতে দেখা যায় এক অনন্য নজির। হিন্দুদের মন্দিরে যাতে কোন ধরনের অশান্তি ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য মুসলিম যুবকরা মানবঢাল তৈরি করে মন্দির পাহারা দিচ্ছেন। খবর ইন্ডিয়া টুডে অনলাইনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভ কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। বুধবার সকালে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ এ ব্যাপারে অবমাননাকর পোস্ট শেয়ারের অভিযোগে নবীন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো। এ সময় পুলিশের গুলিতে তিনজন নিহত হন। পরিস্থিতি সামাল দিতে ডিজে হালি ও কেজি হালি এলাকায় কার্ফ্যু জারি করা হয়েছে এবং গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে ১১০ জনকে গ্রেফতার করেছে।
×