ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমলাকে ইতর, ভয়ঙ্কর ও নীচু বললেন ট্রাম্প

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কমলা

প্রকাশিত: ০০:০৯, ১৩ আগস্ট ২০২০

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কমলা

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তার রানিংমেট হিসেবে মঙ্গলবার সিনেটর কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের একটি থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন। এদিকে বাইডেন রানিংমেট হিসেবে কমলার নাম ঘোষণার পরপরই ট্রাম্প শিবির এই নারী রাজনীতিকের বিরুদ্ধে নেতিবাচক প্রচার শুরু করে। ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে ইতর, ভয়ঙ্কর ও নিচু জাতের নারী হিসেবে টুইট করেন। খবর সিএনএন, বিবিসি ও আলজাজিরা অনলাইনের। ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্যও লড়েছিলেন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভের মধ্যে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জানিয়েছিলেন তিনি। এর আগে ক্যালিফোর্নিয়ার এ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা। আগামী ৩ নবেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবারও রিপাবলিকান প্রার্থীর রানিং মেট থাকছেন। আগামী ৭ অক্টোবর উটাহর সল্টলেক সিটিতে বিতর্কে মাইক পেন্সের মুখোমুখি হবেন কমলা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসের আগে মাত্র দুজন নারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছিলেন- ২০০৮ সালে রিপাবলিকান পার্টি থেকে সারাহ পেলিন এবং ১৯৮৪ সালে ডেমোক্র্যাটদের থেকে জেরালডিন ফেরারো। তাদের কেউই হোয়াইট হাউসে যেতে পারেননি। যুক্তরাষ্ট্রে এর আগে কখনও দুই প্রধান রাজনৈতিক দলের কোনটি থেকে অশ্বেতাঙ্গ কোন নারীকে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে টিকেট দেয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোন নারীর বিজয়ও হয়নি। মার্কিন রাজনীতিতে কমলার নাম আলোচনার শীর্ষভাগে উঠে আসে ২০১৯ সালের শুরুর দিকে। যখন তিনি মার্কিন সিনেটর থেকে সোজা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় নাম লেখান। কৃষ্ণাঙ্গ, তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন উদারপন্থীদের কাছে সেরা পছন্দ। মনোনয়নের প্রাথমিক লড়াইয়ে সাধারণ প্রতিযোগী হিসেবে নামলেও অল্প সময়ের মধ্যেই প্রথম সারিতে চলে আসেন কমলা। কিন্তু বেশ কিছু নীতিমালার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে না পারা এবং বিতর্ক চলাকালীন জো বাইডেনকে মৌখিক আক্রমণের চেষ্টায় কিছুটা সমর্থন হারান কমলা হ্যারিস। ফলে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হওয়া আর হয়ে ওঠেনি তার। কমলার জন্ম ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে। বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান এবং মা গোপালান হ্যারিস ভারতীয়।
×