ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত ‘মুন্না ভাই’

প্রকাশিত: ২৩:৫৯, ১৩ আগস্ট ২০২০

ক্যান্সারে আক্রান্ত ‘মুন্না ভাই’

সঞ্জয় দত্ত। যার নাম হিন্দী সিনেমা প্রেমীদের কাছে একটি আকর্ষণ। তার ভক্তরা জানেন ‘সঞ্জু’ মানেই ন্যাচারাল অভিনয়। যা তিনি জন্মসূত্রে পেয়েছেন। পিতা সুনীল দত্ত এবং মাতা নার্গিস দত্ত দুজনেই ছিলেন ভারতীয় চলচ্চিত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তারকা বাবা-মায়ের সন্তান হয়েও নিজের যোগ্যতায় দর্শকদের কাছে হয়েছেন মুন্না ভাই। গত ২৯ জুলাই ছিল তার ৬১তম জন্মদিন। এবারের জন্মদিনে ভক্তদের জন্য উপহার ছিল তার নতুন সিনেমার পোস্টার। যেখানে অন্য এক সঞ্জয়কে দেখা গেছে। সপ্তাহ ঘুরতেই খবর আছে তিনি অসুস্থ। প্রচ- শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে সবাই ভেবে নিয়েছিলেন তিনি বোধ হয় করোনায় আক্রান্ত। কিন্তু না গত ১১ আগস্ট অভিনেতা শেখর সুমনের ছেলে সকলকে জানায় ‘সঞ্জয় স্যার ক্যান্সারে আক্রান্ত।’ তাও আবার তৃতীয় স্থরে। ১৯৮১ সালে রকি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন সঞ্জয় দত্ত। এরপর খলনায়ক, বাস্তভ দ্য রিয়েলিটি, মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, মতো সিনেমা দর্শকের হৃদয় কেড়েছে। সিনেমায় তার চরিত্রগুলো ছিল বেশ নান্দনিকতার। কখনও মুন্না ভাই নামের মুম্বাইয়ের সেই মাস্তান কখনও ভূমি সিনেমায় মেয়েকে রক্ষায় খুনী পিতা আবার কখনও বা টাক মাথার ভয়ঙ্কর ভিলেন। হাস্যরসাত্মক চরিত্রেও তাঁর জুড়ি নেই। যেই মানুষটার এত এত অর্জন সেই মানুষটাই কিনা আন্ডারওয়ার্ল্ডের ডনও বলা চলে। ১৯৯৩ সালে মুব্বাইতে যে সন্ত্রাসী বোমা হামলা হয়েছিল, সঞ্জয় দত্তের নাম ওই হামলার সঙ্গে জড়িত ছিল। এই কিংবদন্তির জীবনে যেমন সুনাম রয়েছে তেমনি রয়েছে নানা বদনামও। সব কিছুর উর্ধে তার ভক্ত এবং দর্শক তাকে সব সময় একজন প্রিয় অভিনেতা হিসেবেই দেখেন। সঞ্জয় তার সব পরিচয়ের মধ্যে নিজেকে একজন জাঁদরেল অভিনেতা প্রতিষ্ঠা করতে পেরেছে। তার এই ব্যাধির খবরে চলচ্চিত্র দুনিয়ায় মন খারাপের ছায়া নেমে এসেছে।
×