ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেজাউল করিম খোকন

বন্দুকবাজ নাওয়াজ

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ আগস্ট ২০২০

বন্দুকবাজ নাওয়াজ

বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বিনোদন শিল্পেও নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। চরম অনিশ্চয়তা বাসা বেঁধেছে বিনোদন শিল্প সংশ্লিষ্ট সবার মধ্যে। বলিউডের নতুন সিনেমা প্রেক্ষাগৃহে আসছে না সেই মার্চ মাস থেকে। আজকাল নতুন বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তার বদলে অনলাইন স্ট্রিমিং সাইটে মুক্তি পেতে শুরু করেছে। তেমনি পরিস্থিতিতে সম্প্রতি অনলাইন স্ট্রিমিং সাইটে অভিনীত দুটি সিনেমার প্রধান তারকা হিসেবে বিপুল সাড়া জাগিয়েছেন বলিউডের হেভিওয়েট অভিনেতা নাওয়াজ উদ্দিন সিদ্দিকী। গত মে মাসে স্ট্রিমিং সাইট জি ফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত কমেডি সিনেমা ‘ঘুমকেতু’ এ ছবিটি বহুদিন ধরে নির্মিত হয়ে বাক্সবন্দী হয়ে পড়েছিল। নানা জটিলতায় ছবিটির মুক্তি বিলম্বিত হচ্ছিল। মূলত বড় পর্দার জন্য নির্মিত ‘ঘুমকেতু’ ছবিটির মুক্তির তারিখও নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে উদ্ভূত পরিস্থিতিতে ছবিটির প্রযোজক অনলাইন স্ট্রিমিং সাইট জি ফাইভে মুক্তি দেয়ার ব্যবস্থা করেছেন। গত ২২ মে জি ফাইভ স্টিমিং সাইটে মুক্তির পর গোটা বিশ্বের কোটি কোটি দর্শক ছবিটি দেখেছেন। ভারতের উত্তর প্রদেশের প্রত্যন্ত গ্রামে বসবাসরত একজন উঠতি লেখকের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন পূরণের জন্য মুম্বাই আসার মজার ঘটনা নিয়ে ‘ঘুমকেতু’ ছবির গল্প আবর্তিত হয়েছে। সেই লেখক ঘুমকেতুর ভূমিকায় অভিনয় করেছেন নাওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনয় জীবনে এবারই প্রথম কোন কমেডি চরিত্রে মজার পারফরমেন্স করতে দেখা গেছে তাকে। এতদিন যারা তাকে একজন সিরিয়াস অভিনেতা হিসেবে একের পর এক সিনেমায় জটিল ও চ্যালেঞ্জিং রোলে দেখে অভ্যস্ত আলোচ্য সিনেমায় গ্রাম থেকে মুম্বাই আসা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রত্যাশী উচ্চাকাক্সক্ষী একজন লেখকের ভূমিকায় মজার অভিনয় করতে দেখে, নতুন অভিজ্ঞতা লাভ কেরছেন, ‘দ্য লাঞ্চবক্স’, ‘মাঝি : দ্য মাউন্টেন ম্যান গ্যাংস অব ওয়াসিদুর, ‘মান্টো’, ‘থ্যাকরে’, ‘বাবু মশাই বন্দুকবাজ’, ‘কাহানি’, ‘তালাশ’,‘ বাদলাপুর’, ‘রামন রাঘব টু পয়েন্ট জিরো’ ‘রাঈস, ‘ফটোগ্রাফ’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিকণ্ড প্রভৃতি ছবিতে বিভিন্ন ধরনের রোলে সিরিয়াস অভিনয়ের মাধ্যমে নাওয়াজ উদ্দিন অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। দর্শক একজন ব্রিলিয়ান্ট এ্যাক্টর, হেভিওয়েট পারফরমার হিসেবে তাকে ভিন্ন চোখে দেখে আসছেন। বলিউডের মূল ধারার বাণিজ্যিক সিনেমায় তাকে যেমন দেখা যায় একইভাবে ভিন্ন ঘরানার চিত্র নির্মাতাদের সিরিয়াস ধরনের সিনেমাতেও সমান তালে কাজ করে যাওয়া এই অভিনেতা কমেডি অভিনয়েও কম যান নাÑ এটা তিনি দেখিয়ে দিয়েছেন ‘ঘুমকেতু’ ছবিতে। গত ৩১ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নাওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনীত আরেকটি নতুন সিনেমা ‘রাত আকেলি হ্যায়’। ক্রাইম ড্রামা ধাঁচের এ ছবিতে তাকে মফস্বল শহরের একজন পুলিশ ইন্সপেক্টর জটিল যাদবের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। একজন বর্ষীয়ান রাজনীতিবিদের হত্যাকা-ের তদন্তের ভার পড়ে তার ওপর। তদন্ত করতে নেমে পুলিশ ইন্সপেক্টর জটিল যাদব নানা ঘটনায় জড়িয়ে পড়ে। তেমন একটি রোলে নাওয়াজ উদ্দিন সিদ্দিকী তার স্বভাবজাত দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ইতোমধ্যে নেটফ্লিক্সে ‘রাত আকেলি হ্যায়, ছবিটি বেশ সাড়া তুলেছে। হেভিওয়েট এই অভিনেতার দুর্দান্ত অভিনয় ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। হিন্দী সিনেমার বাঘা বাঘা সমালোচক, বোদ্ধা দর্শক সবাই আবার তার অনবদ্য অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসায় মেতে উঠেছেন। এই করোনাকালে যখন বলিউডের নামী-দামী অভিনেতা-অভিনেত্রীদের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না, যে কারণে তারা অনেকটা আড়ালে চলে গেছেন, তেমনি সময়ে ‘রাত আকেলি হ্যায়’ ছবির মাধ্যমে নতুন করে, আলোড়ন তুলেছেন ৪৬ বছর বয়সী এই শক্তিশালী অভিনেতা। বড় পর্দার পাশাপাশি অনলাইন স্ট্রিমিং সাইটে প্রদর্শিত ওয়েব সিরিজে আগেও তাকে দেখা গেছে। ‘সেকরেড গেমস’ ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে প্রথম ভারতীয় সিরিজ হিসেবে প্রদর্শিত হয়েছে কয়েক বছর আগে। সেকরেড গেমসের দুটি সিজন দেখানো হয়েছে। দুটিতেই তাকে প্রধান ভূমিকায় দেখা গেছে। একজন গ্যাংস্টার গণেশ গায়টোন্দের ভূমিকায় নাওয়াজ উদ্দিনের অভিনয় শুধু ভারতেই নয় দুনিয়াজুড়ে আলোচিত হয়েছে। এর মাধ্যমে তার পরিচিত আরও ব্যাপকভাবে ছড়িয়েছে। একজন অভিনেতা হিসেবে ছোট পর্দা বড় পর্দায় অভিনয় নিয়ে বাছবিচার করতে চাননি তিনি কোন সময়ে। ফলে জটিল চ্যালেঞ্জিং রোল তার কাছে চলে এসেছে একে একে। এখন বলিউডে তার দক্ষতা ও যোগ্যতা প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল সবাই। আগামীতেও তেমন চ্যালেঞ্জিং রোল পেলে আরও ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী বলে জানিয়েছেন নাওয়াজ উদ্দিন। সাম্প্রতিক শক্তিশালী এই অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রী আলিয়া সিদ্দিকী অবিশ্বস্ততা, পরনারী আসক্তি, বহুগামিতার অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেছেন। দুই সন্তানের জনক নাওয়াজও এ কারণে বিব্রত হয়েছেন। তবে তার পক্ষে লড়া আইনজীবী জানিয়েছেন স্রেফ প্রচার পেতে নাওয়াজের বউ আলিয়া তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনেছেন। যার কোন ভিত্তি নেই। এই করোনাকালেও অভিনীত দুই নতুন সিনেমায় দুর্দান্ত পারফরমেন্স এবং স্ত্রীর করা অভিযোগের কারণে বলিউডের এই দুর্দান্ত অভিনেতা বেশ সাড়া জাগিয়েছেন এবং নতুন চমক সৃষ্টি করেছেন।
×