ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উয়েফা ইউরোপা লীগ, আর্জেন্টাইনদের নৈপুণ্যে শেষ চারে সেভিয়া

ব্রাজিলিয়ানদের চার গোলে সেমিতে শাখতার

প্রকাশিত: ২৩:৫০, ১৩ আগস্ট ২০২০

ব্রাজিলিয়ানদের চার গোলে সেমিতে শাখতার

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ ফুটবলের সেমিফাইনালে পাড়ি জমিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে সেভিয়া ১-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। শেষ আটের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে শাখতার। ইউক্রেনের ক্লাবটির হয়ে চার গোলই করেছেন ব্রাজিলের ফুটবলার। ফাইনালের টিকেট পাওয়ার মিশনে সেমিফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি হবে ১৬ আগস্ট রাতে। আরেক সেমিতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে শাখতার। এই ম্যাচটি হবে ১৭ আগস্ট রাতে। ওলভারহ্যাম্পটনের বিরুদ্ধে পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে খেলে আসরের সর্র্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন সেভিয়া। ম্যাচ শেষের দুই মিনিট আগে আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার ক্রসে আরেক আর্জেন্টাইন লুকাম ওকাম্পাস দুর্দান্ত হেডে সেভিয়ার জয় নিশ্চিত করেন। মারলোসের কর্ণার থেকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মোরায়েস জুনিয়র দ্বিতীয় মিনিটেই ইউক্রেনিয়ার দলকে এগিয়ে নেন। ২২ মিনিটে আরেক ব্রাজিলিয়ান টাইসন ব্যবধান দ্বিগুণ করেন। তার ডিফ্লেকটেড শটে বাসেলের গোলরক্ষক ডোরডেক নিকোলিচের কিছুই করার ছিল না। ৭৫ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এ্যালান প্যাট্রিক। ৮৮ মিনিটে ডোডে গোল করে দলকে বড় জয় উপহার দেন। অর্থাৎ শাখতারের হয়ে চার গোলই করেছেন ব্রাজিলের ফুটবলার। স্টপেজ টাইমে (৯২ মিনিট) রিকি ফন উলফসরিঙ্কেলের গোল বাসেলের পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে।
×