ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসি-লেভানডোস্কির শ্রেষ্ঠত্বের লড়াই

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ আগস্ট ২০২০

মেসি-লেভানডোস্কির শ্রেষ্ঠত্বের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকেরও বেশি সময় ধরে প্রাদপ্রদীপের সবটুকু আলো প্রায় দখল করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই তারকার দাপটের কারণে চোখ ধাঁধানো ধারাবাহিক পারফর্মেন্সের পরও খুব একটা লাইমলাইটে আসতে পারেননি রবার্ট লেভানডোস্কি। তবে চলতি ২০১৯-২০ মৌসুমে এ ধারার ব্যত্যয় ঘটিয়েছেন বেয়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড। এখন পর্যন্ত মৌসুমে সবার চেয়ে বেশি গোল করেছেন লেভানডোস্কি। বেয়ার্নের হয়ে ইতোমধ্যে জিতেছেন দুটি শিরোপা। এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগও জয়ের স্বপ্ন বুনছেন। এ লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে বড় বাধা পেরুতে হবে জার্মান জায়ান্টদের। শুক্রবার রাতে শেষ আটের ম্যাচে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার বিরুদ্ধে লড়বে বেয়ার্ন মিউনিখ। কাতালানদের হয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও আছেন দারুণ ফর্মে। যে কারণে ম্যাচটির আগে মেসি ও লেভার লড়াই নিয়েই বেশি কথা হচ্ছে। সময়ের দুই সের তারকার লড়াইয়ে কে বাজিমাত করেন সেদিকে দৃষ্টি গোটা ফুটবল দুনিয়ার। চলতি মৌসুমের হিসেবে সময়ের দুই সেরা ফুটবলার রোনাল্ডো ও মেসিকে অনেক আগেই পেছনে ফেলেছেন লেভানডোস্কি। এখন পর্যন্ত লেভার ৫৩ গোলের বিপরীতে রোনাল্ডোর গোল ৩৬, আর মেসির গোল ৩১। এবরের চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৩ গোল করেছেন ২১ আগস্ট ৩২ বছরে পা রাখতে যাওয়া লেভা। আর চার গোল করলে ২০১৩-১৪ আসরে রোনাল্ডোর করা ১৭ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। এক আসরে সি আর সেভেনের রেকর্ডের কাছাকাছি গেলেও ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে রেকর্ড গোলদাতার সর্বোচ্চ গোল থেকে এখনও যোজন যোজন দূরে লেভানডোস্কি। চ্যাম্পিয়ন্স লীগে এখন পর্যন্ত ১৩০ গোল করেছেন রোনাল্ডো, যা লেভানডোস্কির চেয়ে ৬৪ গোল বেশি। সর্বশেষ চেলসির বিরুদ্ধে জোড়া গোল করে টুর্নামেন্টের গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠেছেন লেভা। এই তালিকায় ১১৮ গোল করে ৩৩ বছর বয়সী মেসি আছেন দুই নম্বরে। মেসির করা মোট ১১৮ গোলের মধ্যে ১৭টি এসেছে জার্মান দলগুলোর বিরুদ্ধে। তাও মাত্র ১৬ ম্যাচ খেলে। জার্মান প্রতিপক্ষ পেলে প্রতি ৭৩ মিনিটেই একবার করে স্কোরশিটে নাম লেখান মেসি। এমন পরিসংখ্যান ভয় ধরাচ্ছে বেয়ার্নের মনেও। বিশেষ করে ২০১৪-১৫ মৌসুমে বেয়ার্নের বিরুদ্ধে মেসির জাদুকরী পারফর্মেন্স এখনও সবার মুখে মুখে। এ কারণেই বেয়ার্ন মিডফিল্ডার লিও গোরেটজকা মহারণের আগে জানিয়ে দিয়েছেন, আসলে মেসিকে আটকানোর উপায় জানা নেই। এটা হয়ত জার্মান জায়ান্টদের একটা কৌশলও হতে পারে। অবশ্য দলীয়ভাবে মেসিকে আটকানো যাবে বলে আশাবাদী গোরেটজকা। তবে নিজেদের পারফর্মেন্সই আশাবাদী করে তুলছে বেয়ার্নকে। করোনাভাইরাসের লকডাউনের পর খেলা ১৩ ম্যাচের সবকয়টিতে জিতেছে দলটি। কোয়ার্টার ফাইনালে আসার পথে শেষ ষোলোর দুই লেগ মিলে চেলসির জালে ৭ গোল দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। এবার চ্যাম্পিয়ন্স লীগ জিতলেই ট্রেবল পূরণ হয়ে যাবে বাভারিয়ানদের। বেয়ার্নের মুুখোমুখি হওয়ার আগে সুসংবাদ ও দুঃসংবাদ দুটোই পেয়েছে বার্সিলোনা। দলের প্রাণভোমরা মেসিকে নিয়ে যে শঙ্কার মেঘ জমেছিল তা আপাতত সরে গেছে। জার্মান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠের লড়াইয়ের আগে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু দলটির একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক-মৌসুমের দলের ৯ খেলোয়াড়ের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তবে খেলোয়াড়টির নাম জানানো হয়নি। আক্রান্ত খেলোয়াড়ের শরীরে কোন উপসর্গ নেই। তিনি তার বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন বলে জানানো হয়েছে। নেপোলির বিরুদ্ধে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। এ কারণে শুরুতে বেয়ার্ন ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সেই সংশয় আর এখন নেই বলে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। এদিকে আজ রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানির আরবি লাইপজিগ ও স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ।
×