ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

প্রকাশিত: ২৩:৩৫, ১৩ আগস্ট ২০২০

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ স্বাধীনতার ৫০ বছর পরে মহান মুক্তিযুদ্ধের বহু স্মৃতিবিজড়িত খাগড়াছড়ির রামগড় উপজেলায় নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। বুধবার দুপুরে নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে রামগড়ের অবদান ছিল অপরিসীম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অন্যান্য স্থানের মতো রামগড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব কুমার রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রামগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে। সেই বখাটে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ আগস্ট ॥ করিমগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিতু আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের চাঞ্চল্যকর ঘটনার ৮ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত বখাটে যুবক নভেলকে (২২) গ্রেফতার করেছে। উপজেলার নিয়ামতপুর বাজারের পার্শ্ববর্তী গ্রামে একটি বাড়িতে আত্মগোপনে থাকা বিশেষ তৎপরতায় ও প্রযুক্তির সহায়তায় নভেল গ্রেফতার হয়। বখাটে নভেল নিয়ামতপুরে তার বোনের বাড়িতে এসে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও আংগুরাকান্দা গ্রামের আব্দুর রউফের মেয়ে মিতুকে উত্ত্যক্ত করত। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছুটা স্বস্তিতে ছিল মিতু। কিন্তু মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যাওয়ার পথে মিতুর পথ রোধ করে নভেল প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার বুকে, পেটে ও পিঠে অন্তত ৮টি ছুরিকাঘাত করে নভেল পালিয়ে যায়।
×