ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বখাটের ছোড়া এসিডে ঝলসে গেল মাদ্রাসা ছাত্রী

প্রকাশিত: ২৩:৩৫, ১৩ আগস্ট ২০২০

বখাটের ছোড়া এসিডে ঝলসে গেল মাদ্রাসা ছাত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে সুমা খাতুন (১৫) নামের এক মাদ্রসা ছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমা ওই গ্রামের সেলিম রেজার মেয়ে। সে বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, রাতের খাবার খেয়ে চাচির সঙ্গে টেলিভিশন দেখছিলেন সুমা। সে সময় বাড়ির পাশ দিয়ে যাওয়া বখাটেরা জানালা দিয়ে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। সুমার বাবা সালাহ উদ্দিন খান বলেন, সুমা বখাটেদের এসিডে ঝলসে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার বাবা বলেন, হয়ত বখাটেদের ভুলের বলি হয়েছে আমার মেয়ে। সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। গত কয়েকদিন থেকে একটি অপরিচিত ফোন নাম্বার থেকে বিরক্ত করছিল সুমাকে বলে জানিয়েছেন তার বাবা। কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটির চোখের নিচ থেকে মুখের অংশ ঝলসে গেছে।
×