ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অফিস না করেই প্রতিমাসে বেতন তুলছেন এক চিকিৎসক !

প্রকাশিত: ২৩:০৯, ১৩ আগস্ট ২০২০

অফিস না করেই প্রতিমাসে বেতন তুলছেন এক চিকিৎসক !

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১২ আগস্ট ॥ পৌরসভার প্রভাবশালী ডাঃ লিয়াকত আলী ডিউটি না করেই প্রতিমাসে বেতন তুলছেন। অফিস সময়ে এই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গিয়ে না পেয়ে ফিরে এসেছেন অনেকেই। জানা গেছে, ডাঃ লিয়াকত আলী শাহজাদপুর পৌরসভায় চিকিৎসক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই চরম অনিয়ম করে আসছেন। ডিউটি না করেই প্রতিমাসে তুলে নিচ্ছেন বেতনের ৬২ হাজার টাকা। নিয়োগের পর থেকেই তিনি সপ্তাহে দু’দিন এক ঘণ্টা করে অফিস করেন এবং বাকি তিনদিন শুধুমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। ভুক্তভোগী এবং অফিস স্টাফদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরবাসীর জরুরী চিকিৎসা প্রদানের জন্য পৌরসভার পক্ষ থেকে একজন ডাক্তার নিয়োগ দেয়া হয়। আর এই লিয়াকত আলী নিয়োগ পাওয়ার পর থেকেই অফিস টাইমে পৌরসভায় ডিউটি না করে পার্শ্ববর্তী প্রাইভেট প্রতিষ্ঠান বাধন ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতাল ও রংধনু হাসপাতালে বসে রোগী দেখেন। উনাকে অফিস টাইমে পৌরসভায় গিয়ে রোগীরা না পেয়ে ফিরে যান। সংবাদকর্মীরা বাধন ডায়াগনস্টিক এ্যান্ড হাসপাতালে গিয়ে এর সত্যতা পান। জানা গেছে, তিনি প্রতিমাসে ৬২ হাজার টাকা বেতন তুলছেন পৌরসভা থেকে অথচ ডিউটি করছেন না। এ বিষয়ে সংবাদকর্মীরা তার কাছে জানতে চান, পৌরসভার বেতন নিয়ে পৌরসভায় ডিউটি না করে অন্যত্র ডিউটি করার কারণ কি? জবাবে সাংবাদিককে তিনি বলেন, আমি পৌরসভায় ডিউটিতে ফাঁকি দেই না। জরুরী কল এলে আমি গিয়ে রোগী দেখি। এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাকের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কোন কথা বলেননি। তবে পৌরসভার সচিব মোঃ মনসুর আলম সাংবাদিকদের কাছে বলেন, আমি ডাঃ লিয়াকত আলীর অফিস ফাঁকির কথা জেনেছি। এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলে ডাঃ লিয়াকত আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×