ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্বর, সর্দিকাশি শ্বাসকষ্ট

স্বাস্থ্যকর্মীসহ সাতজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৯, ১৩ আগস্ট ২০২০

স্বাস্থ্যকর্মীসহ সাতজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার উপসর্গ জ্বর, সর্দিকাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে চারজন, সাতক্ষীরায় বৃদ্ধ, ঝালকাঠির নলছিটিতে কবির হোসেন (৫০) নামে এক ব্যক্তি ও পটুয়াখালীর কলাপাড়ায় এক স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরায় দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান কান্তর, নীলফামারীতে কলেজ শিক্ষক ও এক বৃদ্ধ, নারায়ণগঞ্জে এক বৃদ্ধ, শেরপুরে এক ব্যবসায়ী ও চুয়াডাঙ্গায় এক মহিলা। এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিশু কনসালটেন্টসহ সাতজন, গাইবান্ধায় ১৩জন, মাগুরায় ২৪ জন, বরিশালে ৩০ জন, শেরপুরে ১৬, নারায়ণগঞ্জে ২০ জন, কলাপাড়ায় চারজন ও ঝালকাঠিতে পাঁচজন। মঙ্গলবার রাত ও বুধবার এসব তথ্য জানা গেছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান কান্তর (৪২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে মারা যান। বদরুজ্জামান কান্ত (৪২) দেবহাটার ভাতশালা জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অন্যদিকে মেডিক্যাল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে করোনা উপসর্গে শংকর কুমার ঘোষ (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলাপাড়া ॥ শ^াসকষ্ট নিয়ে মারা গেছেন স্বাস্থ্যকর্মী অসীম কুমার সিকদার (৩২)। বুধবার বিকেলে তিনি ঢাকায় চিকিৎসাকালে মারা গেছেন। অসীম সিকদার কলাপাড়ার ইউসুফপুর কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি হিসেবে কর্মরত ছিলেন। তবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, অসীম কুমার নিউরো মাসকিউলর ডিজঅর্ডারে ভুগছিলেন। এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনা শনাক্ত হয়েছেন।
×