ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্ধ ২৫ পাটকল ঘুরে দেখতে পারবেন উদ্যোক্তারা

প্রকাশিত: ১৮:৫৫, ১২ আগস্ট ২০২০

বন্ধ ২৫ পাটকল ঘুরে দেখতে পারবেন উদ্যোক্তারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ পাটকল করপোরেশনের বন্ধ থাকা ২৫টি পাটকল ফের চালুর জন্য কোনো আগ্রহী উদ্যোক্তা ও বিনিয়োগকারী চাইলে তা পরিদর্শন করতে পারবেন। সংস্থাটির সচিব এ.এফ.এম.এহতেশামূল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত মিলগুলো পরিদর্শন করে মিলের যন্ত্রপাতি, স্থাপনাসহ অন্যান্য সম্পত্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন আগ্রহী বিনিয়োগকারীরা। বিজ্ঞাপন আগ্রহী উদ্যোক্তা/বিনিয়োগকারীরা মিলগুলো পরিদর্শন করতে প্রয়োজনে বিজেএমসি চেয়ারম্যানের একান্ত সচিব কাজী কামরুল করিম (০১৭৭৯৪৮৫১৫১)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ বিষয়ে গত ৫ আগস্ট বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে নীতি-নির্ধারণী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পাটখাতে প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকল গত ১ জুলাই বন্ধ ঘোষণা করা হয়। বহুমুখী পাটপণ্যের বর্তমান বাজার ও ভবিষ্যৎ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে পাটপণ্যের উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন ও পুনঃবিন্যাস করে বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলগুলো জরুরি ভিত্তিতে পুনঃচালু করার কাজ চলমান রয়েছে। অবসায়নের পরে দেশের পাটকলগুলো তথা মিলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), যৌথ উদ্যোগ জিটুজি বা লিজ মডেলে পরিচালনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আবার উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
×