ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর সংশোধনের পর শেয়ারবাজারে বড় উত্থান

প্রকাশিত: ১৭:৩৯, ১২ আগস্ট ২০২০

দর সংশোধনের পর শেয়ারবাজারে বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবারে লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও প্রথম ঘন্টা পর কেনার চাপে টানা বাড়তে থাকে সূচক। আগের দিনের মূল্য সংশোধনের বুধবারে বাজারে সার্বিক সূচক ১০০ পয়েন্ট বেড়েছে। দিনটিতে লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা। এ প্রসঙ্গে একাধিক মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের ধারাবাহিক উত্থানের পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার ঝোঁক দেখা দেয়। গত ২০১০ সালে বাজার ধসের পর থেকে কিছুতেই যেন বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে না। এরই অংশ হিসেবে কোন শেয়ারে সামান্য লাভ থাকলেই তা বিক্রি করতে শুরু করেন তারা। এরই জের ধরে সোমবার বাজার কিছুটা নিম্নমুখী ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই নিম্নমুখী প্রবণতা বজায় থাকার পরদিনই সূচকের এই বৃদ্ধিকে ইতিবাচক বলছেন তারা। বিশ্লেষকদের অভিমত, সোমবারের পর বুধবারে আবারও উত্থানে ফিরেছে বাজার। মূল্য সংশোধনের পর সূচক ও লেনদেন বৃদ্ধি বাজারের জন্য শুভ ইঙ্গিত। কেননা টানা পতন কিংবা টানা উত্থান কোনোটাই বাজারের জন্য ইতিবাচক নয়। আর বাজারে এমন ধারা বিদ্যমান থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও আস্থা ফিরে আসবে। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৩৭ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৫৪৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা।
×