ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ মাস পর শারিরীক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্য্যক্রম শুরু

প্রকাশিত: ১৭:০৩, ১২ আগস্ট ২০২০

পাঁচ মাস পর শারিরীক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্য্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘ প্রায় পাঁচ মাস পর শারীরিক উপস্থিতিতে বুধবার থেকে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু হয়েছে । এদিন সকাল থেকে আইনজীবীসহ সংশ্লিষ্টরা হাইকোর্ট অঙ্গনে উপস্থিত হন। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে তাপমাত্রা মেপে এবং মাস্ক পড়া নিশ্চিত করে সংশ্লিষ্টদের প্রবেশ নিশ্চিত করা হয়। করোনা পরিস্থিতির জন্য সুপ্রীমকোর্টের নির্দেশনায় চিরাচরিত কালো কোট-গাউন ছাড়াই সাদা পোশাকে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে হাজির হয়েছেন আইনজীবী ও বিচারপতিগণ। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বর্তমান পরিস্থিতিতে সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগে মামলার শুনানিকালে বিচারপতি এবং আইনজীবীদের পরিধেয় পোশাক নির্ধারণ করে দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কিংবা শারীরিক উপস্থিতিতে মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা জারি করেছে সুপ্রীমকোর্ট প্রশাসন। সুপ্রীমকোর্ট প্রাঙ্গন ও আদালত ঘুরে দেখা যায়, কোর্টের ভবনগুলোতে প্রবেশে সবার শরীরের তাপমাত্রা থার্মাল স্ক্যানার দিয়ে পরিমাপ এবং মাস্ক ব্যবহারে কড়াকড়ি চলছে। পাশাপাশি কোর্টে আগত বিচারপ্রার্থীরা কোটরুমের বাইরে বেঞ্চে বসে কিংবা দাঁড়িয়ে থেকে মামলার শুনানি-আদেশের অপেক্ষায় রয়েছেন। আইনজীবীরা স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে কোর্টের ভেতরে মামলার বিষয়ে শুনানি করছেন। বিচারার্থে আগত বিচারপতিরাও কালো কোর্ট-গাউন ছেড়ে সাদা পোশাকে মামলা পরিচালনা করছেন।
×