ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ: চার পলাতক আসামির বিরুদ্ধে তদন্ত চুড়ান্ত

প্রকাশিত: ১৬:৩৯, ১২ আগস্ট ২০২০

মানবতাবিরোধী অপরাধ: চার পলাতক আসামির বিরুদ্ধে তদন্ত চুড়ান্ত

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মুক্তিযুদ্ধেও সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে য় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট থানার পলাতক চার আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিরা পলাতক থাকায় সংস্থাটি তাদের নাম ও ছবি প্রকাশ করেনি। এটি তদন্ত সংস্থার ৭৮ তম তদন্ত প্রতিবেদন। আসামিদেও বিরুদ্ধে ১২ ধরনের তথ্য-উপাত্ত (১১৪ পাতার) সংগ্রহ সহ চারটি ভলিউমে ২২২পাতার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ তদন্ত কাজ পরিচালনা করেন সংস্থাটির তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান কবীর। বুধবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান ওই প্রতিবেদন প্রকাশ করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১২ নবেম্বও তদন্ত শুরু ১২ আগষ্ট পর্য্যন্ত শেষ হয়। এসময় ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করে ২৮ জনকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়। এই চার আসামির মধ্যে একজন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী জেলা ছাত্র সংঘের নেতৃত্বে ছিলেন। অপর তিন আসামি থানা ছাত্র সংঘের নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিন জন আসামি জামায়াতে ইসলামের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। আর এক আসামি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।পলাতক এসব আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যা ও গণহত্যার ঘটনায় মোট তিনটি অভিযোগ আনা হয়।
×