ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসের মধ্যেই মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

প্রকাশিত: ১২:৫১, ১২ আগস্ট ২০২০

করোনা ভাইরাসের মধ্যেই মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক ॥ বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে করোনার কারণে এবারের মহড়ার পরিসর ছোট হবে। দক্ষিণ কোরীয় মিডিয়ার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই দুই দেশের এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তবে এবার সেনা সমাবেশ ঘটাবে না যুক্তরাষ্ট্র। সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুই দেশের সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য এতে অংশ নেয়। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার স্বল্প পরিসরে এটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর নানা দিক উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ জানিয়েছে, আগামী ১৬ থেকে ২৮ আগস্ট স্বল্প পরিসরে এ মহড়া অনুষ্ঠিত হবে।
×