ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, ওসি সাসপেন্ড

প্রকাশিত: ০১:১৬, ১২ আগস্ট ২০২০

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, ওসি সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে পুলিশ গুলি করে হত্যা ঘটনার তদন্ত শেষ না হতেই কক্সবাজার সদর থানা হাজতে এক ইয়াবা কারবারির মৃত্যু ঘটেছে। সদরের খরুলিয়া বাজার এলাকায় গণধোলাইয়ের শিকার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুলের মৃত আব্দুস শক্কুরের পুত্র নবী হোসেন মঙ্গলবার বিকেলে থানা হেফাজতে মারা যায়। এ ঘটনায় সদর থানা ওসি শাহজাহান কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তদস্থলে সদর থানার দায়িত্ব দেয়া হয়েছে ওসি তদন্ত খায়রুজ্জামানকে। ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান বলেন, স্থানীয়দের দেয়া খবরে সদর থানায় এসআই অঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ইয়াবা কারবারিকে উদ্ধার করে নিয়ে যায়। তখন তিনি সুস্থ ছিলেন বলে জেনেছি। সোমবার দুপুরে খরুলিয়া বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন নবী হোসেনকে আটক করে পুলিশে দেয়। ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, এক ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। সকালে তিনি অসুস্থবোধ করলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
×