ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু

প্রকাশিত: ০১:০৯, ১২ আগস্ট ২০২০

৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু

জনকণ্ঠ ডেস্ক ॥ রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৩১ আগস্ট থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন চালু হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত ৫ মাস ধরে বেশিরভাগ ট্রেন চলাচল বন্ধ ছিল। ১৬ আগস্ট প্রথম ধাপে তিনটি, ২৩ আগস্ট তিনটি ও ৩১ আগস্ট দুটি ট্রেন চালু করার মধ্যে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। অনলাইনে এসব ট্রেনের টিকেট ৫ দিন আগে দেয়া হবে। খবর বাংলানিউজের। বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। ১৬ আগস্ট থেকে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন যুক্ত হবে। পরে ২৩ আগস্ট পাহাড়িকা, তূর্ণা ও মেইল এক্সপ্রেস এবং ৩১ আগস্ট সোনার বাংলা ও চট্টলা এক্সপ্রেস ট্রেন চলাচল করার মধ্যে দিয়ে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, ৩১ আগস্ট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
×