ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ জীববিজ্ঞান মোঃ মাসুদ খান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০০:১৪, ১২ আগস্ট ২০২০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা ই-মেইল: [email protected] ০১। ম্যাক্রো উপাদান কয়টি? উত্তর : ৯টি ০২। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কত? উত্তর : ১০টি ০৩। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে? উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। ০৪। কয়টি অত্যাবশ্যকীয় মৌল উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে? উত্তর : ২টি ০৫। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি? উত্তর : ১৬টি ০৬। কয়টি অজেব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন? উত্তর : ১০টি ০৭। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে? উত্তর : পটাশিয়াম ০৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘœ ঘটে? উত্তর : শ^সন ০৯। সুগারবিট এর মূল ও কান্ডের বৃদ্ধির জন্য কোন উপাদান প্রয়োজন? উত্তর : ক্লোরিন ১০। কোন উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পাশর্^মুকুল মরে যায়? উত্তর : পটাসিয়াম ১১। রুটি তৈরির সময় কীসের চাপে রুটি ফাপা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইডের ১২। প্রাণেিদহে শক্তি পরিমাপের একক কী? উত্তর : ক্যালরি ১৩। সাইটোক্রোমের সাংগঠনিক উপাদানের নাম কী? উত্তর : আয়রন ১৪। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়? উত্তর : ফসফরাস ১৫। কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়? উত্তর : সালফার ১৬। পাতার শীর্ষ ও কিনারা হলুদ হওয়ার কারণ কী? উত্তর : পটাসিশয়ামের অভাব ১৭। কোন উপাদানের অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়? উত্তর : বোরন ১৮। অতিরিক্ত কোন হরমোন নিঃসরণের ফলে টক্সিক গলগন্ড রোগ হয়? উত্তর : থাইরক্সিন ১৯। কোন উপাদান ক্লোরোসিস রোগের জন্য দায়ী? উত্তর : নাইট্রোজেন ২০। পাতার মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোন উপাদান? উত্তর : ফসফরাস ২১। ফুল ফোটার সময় উদ্ভিদের কান্ড শুকিয়ে যায় কোন উপাদানের অভাবে? উত্তর : ক্যালসিয়াম ২২। কোন উপাদানের অভাবে উদ্ভিদের সালোক-সংশ্লেষণের হার কমে যায়? উত্তর : ম্যাগনেসিয়াম ২৩। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে? উত্তর : ফসফরাস ২৪। কোন উপাদানের অভাবে কান্ড খসখসে হয়ে ফেটে যায়? উত্তর : বোরন
×