ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চোরাই মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশিত: ২৩:৩২, ১২ আগস্ট ২০২০

চোরাই মোটরসাইকেলসহ আটক ১

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে চোরাই মোটরসাইকেলসহ মাহাদী হোসেন রাব্বী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তুরাগ থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহাদী গাড়ির চোর চক্রের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার চকবাজার এলাকায়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওসি জানান, মঙ্গলবার সকালে পাঠাও চালক বিল্লাল হোসেনের মোটরসাইকেলে যাত্রী হিসেবে ওঠে মাহাদী। সে অনুযায়ী মাহাদীকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তুরাগের কালিয়ারটেকে নিয়ে যায় পাঠাও চালক বিল্লাল। এ সময় কৌশলে মোটরসাইকেলটি চালানোর নাম করে দ্রুত পালিয়ে যাচ্ছিল মাহাদী। বিল্লালের চিৎকারে পাশে থাকা তুরাগ থানার টহল পুলিশের দল মাহাদীকে হাতে-নাতে গ্রেফতার করে। বন্যায় একই পরিবারের ১১ জনের মৃত্যু পানামায় আকস্মিক বন্যায় ঘর ভেসে গেলে একই পরিবারের ১১ জনের প্রাণহানি ঘটে। এ সময়ে তারা ঘুমিয়ে ছিল। কর্মকর্তারা এ খবর জানান। জাতীয় বেসামরিক সুরক্ষা সেবা প্রধান কার্লোস রাম্বো জানান, এদের মধ্যে ৯ শিশু রয়েছে। পানামার পশ্চিমাঞ্চলে ভেরাগুয়াস প্রদেশে রবিবার বেজুকো নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে আরও দু’জন নিখোঁজ হয়। প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো টুইটারে এ ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।-খবর এএফপির
×