ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১১৮, মৃত্যু ১

প্রকাশিত: ২৩:৩১, ১২ আগস্ট ২০২০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ১১৮, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১১৮ জন। নতুন একজনসহ মৃতের সংখ্যা এখন ২৪৬। তবে আক্রান্তের হার স্থিতিশীল পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী সোমবার চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৯২টি। এর মধ্যে ১১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৫ হাজার ৩৪২ জন। তন্মধ্যে ১০ হাজার ৮০৩ জন মহানগর এলাকার এবং ৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম জেলায় সোমবার হাসপাতালের সনদ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে ১৬২ নমুনা পরীক্ষায় ১০, সিভাসু ল্যাবে ৫৭ নমুনা পরীক্ষায় ৭, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৭ নমুনা পরীক্ষায় ৩০, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ১২৯ নমুনা পরীক্ষায় ২৭ এবং বেসরকারী ইম্পেরিয়াল হসপিটাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ২৭ ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯১টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা হলেও সবকটিরই নেগেটিভ রিপোর্ট এসেছে। চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ১১৮ জনের ৮৭ জন মহানগরের এবং ৩১ জন বিভিন্ন উপজেলার। রাউজান ও ফটিকছড়িতে ৮ জন করে, হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় ৩ জন করে এবং রাঙ্গুনীয়া, মীরসরাই ও সীতাকু- উপজেলায় ২ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
×