ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ২০:৩৮, ১১ আগস্ট ২০২০

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের বাঁকারা দালালিপাড়া গ্রামে শারমিন আক্তার (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পেয়ারা গাছের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে মেয়েটি। সে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সফিয়াল রহমানের মেয়ে। পারিবারিক কারণে অপমৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটির সাথে পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামে তার মামা আব্দুল হাকিমের পূত্র রোমানের সাথে দুই বছর পূর্বে বিয়ে হয়। ভালবেসে বিয়ে সম্পন্ন হলেও পারিবারিক কলহের কারণে সে বাবার বাড়িতে আবার ফিরে আসে। এখান থেকেই ধরণিবাড়ি লতিফ রাজিয়া ফাজিল মাদ্রাসায় দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া চালিয়ে আসত। মঙ্গলবার ভোররাতে পরিবারের লোকজন শারমীনকে ঝুলন্ত অবস্থায় দেখে তার মরদেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরৎহাল রিপোর্ট করে। সেখানে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
×