ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেজর সিনহা হত্যা ॥ আরও তিনজন গ্রেফতার

প্রকাশিত: ১৮:৩৩, ১১ আগস্ট ২০২০

মেজর সিনহা হত্যা ॥ আরও তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় সন্দেহজনক আরও তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা বাহাছড়ায় এ অভিযান চালায়। আটক তিনজনই টেকনাফের বাহারছড়া মারিশবনিয়ার বাসিন্দা। তারা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার সাক্ষী। মঙ্গলবার র‌্যাব-১৫ এর সদস্যরা তাদেরকে আটক করে। র‌্যাব হেফাজতে নেয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে সিনহা হত্যায় সম্পৃক্ততা পাওয়ায় গ্রেফতার দেখানো হয়। সূত্র জানায়, মেজর সিনহা হত্যাকান্ডের আগে মেজর সিনহা ও তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত যখন মাথাভাঙ্গা পাহাড়ে অবস্থান করছিলেন, তখন ধৃত তিন ব্যক্তির তিন রকমের দায়িত্ব পালনে তৎপরতা ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। আটক তিনজন হচ্ছে- মারিশবনিয়ার নুরুল আমিন, মো: আয়াছুর রহমান ও মো: নেজাম উদ্দিন। পুলিশের গুলিতে নিহত হওয়ার কয়েক ঘন্টা আগে মেজর সিনহা যখন মাথাভাঙ্গা পাহাড়ে রাতে টর্চ লাইটের আলো ছড়িয়ে হাঁটাহাটি করছিলেন, তখন আটক নিজাম উদ্দিন মারিশবনিয়ার নতুন মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করেছিল। অপরজন নুরুল আমিন কমিনিউটি পুলিশের সদস্য হিসেবে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীকে মুঠোফোনে মেজর সিনহার ব্যাপারে সংবাদ জানিয়েছিল। আটক আয়াছ মাইকে প্রচারণায় সহযোগিতা ছাড়াও মেজর সিনহাকে গণপিটুনি দেয়ার উদ্দেশে স্থানীয় ব্যক্তিদের লাটিসোটা নিয়ে জমায়েত হওয়ার প্ররোচনা দিয়েছিল বলে জানা গেছে। আটক তিন ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করেছে র‌্যাব। আদালত বুধবার রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করেন।
×