ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’ঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ ॥ দুই ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:২৩, ১১ আগস্ট ২০২০

না’ঞ্জে কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাঁপ ॥ দুই ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়ায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজের পর সোমবার রাত সাড়ে ১১টায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন কলেজ ছাত্র মিহাদ (১৮) ও স্কুলছাত্র জিসান (১৫)। মিহাদ বন্দরের নাজিম উদ্দিন খানের ছেলে ও কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। জিসান বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে এবং বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সোমবার বিকেলে বন্দরের ইস্পাহানী ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। পুলিশ ও ছাত্রের স্বজনরা জানান, সোমবার বিকেলে দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও মিহাদসহ তার কয়েক বন্ধু। কিশোর গ্রুপের হামলা থেকে বাঁচতে মিহাদ ও জিসানসহ কয়েকজন নদীতে ঝাঁপ দেয়। এ সময় মিহাদ ও জিসান ছাড়া অন্যরা পাড়ে উঠতে পারলেও তারা নিখোঁজ হয়। পরে রাত সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
×