ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২৩:১৩, ১১ আগস্ট ২০২০

করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে সোমবার সাতক্ষীরায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে পটুয়াখালীতে উপসর্গ নিয়ে মৃত ধানখালীর আতাউর রহমান ওরফে বাদশা গাজীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ আগস্ট রাতে তিনি মারা যান। অন্যদিকে রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া বরিশালে নতুন করে গত ২৪ ঘণ্টায় চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক, পাঁচজন নার্স এবং তিন বছরের শিশুসহ ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার নক্ষণ পাওয়া যায়নি এমন অনেককে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৯৪ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে তিনি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতের নাম ফাতেমা খাতুন (৭১)। তিনি কালীগঞ্জ উপজেলার বাজার গ্রামের আফতাব আলীর স্ত্রী। সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন ৬০ জন। এদিকে জেলায় গত দশদিনে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে ১২৪ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার পর্যন্ত জেলায় মোট ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে সোমবার পর্যন্ত মারা গেছেন ৬০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। জেলাভিত্তিক করোনা আক্রান্তের তালিকায় সাতক্ষীরা জেলা এখন ৪২তম স্থানে দাঁড়িয়েছে। পটুয়াখালী ॥ উপসর্গ নিয়ে মৃত ধানখালীর আতাউর রহমান ওরফে বাদশা গাজীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ৭ আগস্ট রাতে তিনি মারা গেছেন। সোমবার ওই বাড়ির ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া শনিবার রাতে লালুয়ার চার নম্বর ওয়ার্ডের মোঃ সজিব এবং ধানখালীর মিনারা বেগম নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। কলাপাড়া স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানিয়েছে। কলাপাড়া শহরের বাইরে গ্রামীণ জনপদে করোনা সংক্রমণের এ খবরটি মানুষকে উৎকণ্ঠায় ফেলেছে। এরপরও গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ কোন ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না। ঈদের সময় থেকে দেখা গেছে গ্রামের মানুষ ফ্রি-স্টাইলে স্বাস্থ্যবিধি না মেনে চলছেন, সামাজিক দূরত্বের কোন বালাই মানছেন না। এমনকি কোন ধরনের মাস্ক ব্যবহারও করছে না। মাগুরা ॥ জেলায় সোমবার আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ৫৮৫ জন। রাজশাহী ॥ রাজশাহীতে নতুন করে আরও ৪০ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। সোমবার এ তথ্য জানানো হয়। এতে রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৬১৪ জনে। এখন পর্যন্ত রাজশাহীতে এ রোগে মারা গেছেন ২৯ জন। গাইবান্ধা ॥ জেলায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়ালো ৭৪০ জনে। এদিকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১২ জন। জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৯৪ জন। বরিশাল ॥ জেলার নতুন করে গত ২৪ ঘণ্টায় চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক, পাঁচজন নার্স, তিন বছরের এক শিশুসহ ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৪ জন। ঝালকাঠি ॥ জেলায় সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৯২ জন, নলছিটি উপজেলায় ১২১ জন, রাজাপুর উপজেলায় ১৬০ জন ও কাঁঠালিয়া উপজেলায় ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
×