ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন বিভাগের বেদখলীয় জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপের তাগিদ

প্রকাশিত: ২৩:০৭, ১১ আগস্ট ২০২০

বন বিভাগের বেদখলীয় জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপের তাগিদ

সংসদ রিপোর্টার ॥ বন বিভাগের লক্ষাধিক একর জমি অবৈধ দখলে, অথচ এসব জমির মালিকানা নিয়ে কোন জটিলতা নেই। বারবার তাগিদ ও নির্দেশ সত্ত্বেও অবৈধ দখলে যাওয়া জমি উদ্ধার হচ্ছে না। রেকর্ডভুক্ত বেদখলীয় এসব জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে মুজিববর্ষে লাগানো এক কোটি গাছ সংরক্ষণে সামাজিক সম্পৃক্ততার সুপারিশ করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, মোঃ রেজাউল করিম বাবলু ও খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×