ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না ॥ তাজুল

প্রকাশিত: ২৩:০৫, ১১ আগস্ট ২০২০

নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না ॥ তাজুল

স্টাফ রিপোর্টার ॥ অবকাঠামো ও নির্মাণ প্রকল্পে মানসম্মত কাজ নিশ্চিত করতে গিয়ে যে কোন বাধার কাছে নতি স্বীকার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি। সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ, এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, অতিরিক্ত প্রকৌশলী এবং জেলা নির্বাহী প্রকৌশলীসহ মাঠ পর্যায়ের প্রকৌশলীগণ সভায় অংশ নেন। একই সঙ্গে নির্মাণ প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মাঠ পর্যায়ের প্রকৌশলীদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, কাজের গুণগত মান সবসময় নিশ্চিত করতে হবে। মানের প্রশ্নে কোন বাধার কাছে নতি স্বীকার করা যাবে না। অনিয়ম-দুর্নীতির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। নিম্নমানের কাজ, অনিয়ম-দুর্নীতি কোন অবস্থাতেই সহ্য করা হবে না বলে সতর্ক করেন মন্ত্রী। এলজিআরডি মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) অত্যন্ত বিচক্ষণ, মেধাবী ও যোগ্য প্রকৌশলীরা আছেন যারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অবদান রাখছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক ব্যাপক পরিবর্তন হচ্ছে। এলজিইডি মাঠ পর্যায় যাবতীয় উন্নয়নমূলক কাজের গুণগত মান নিয়ন্ত্রণ করার জন্য ৬৪ জেলার নির্বাহী প্রকৌশলীর দফতরে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করেছে। যেখানে উন্নয়ন কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করা হয়। ঠিকাদার কাজের জন্য যে সকল নির্মাণ সামগ্রী ব্যবহার করবেন সেগুলো টেস্ট করার জন্য এখন আর ঢাকায় আসতে হয় না। সুতরাং ঠিকাদারের কাজের গুণগত মান এখন খুব সহজেই নির্ণয় করা যায়। অনেক সময় দেখা যায় সম্পূর্ণ রাস্তায় বক্স একবারে কেটে ফেলে রাখা হয়, এটি করা যাবে না এবং বক্স কেটে বেড ফিলিং করে অবশ্যই রোলার করতে হবে।
×