ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২৩:০৩, ১১ আগস্ট ২০২০

প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটারে তিনি নিজেই আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতুতে রেকর্ড হয়েছে। আর দুঃখজনক একটি মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি মার্কিন শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়াল। অন্যদিকে করোনা ভ্যাকসিনের সফলতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সংশয় প্রকাশ করেছেন। খবর বিবিসি, সিএনএন, এএফপি, আলজাজিরা, রয়টার্স, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বজুড়ে সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ১ লাখ ৪৫ হাজার ৮৮১ জন হয়েছে। এর মধ্যে সাত লাখ ৩৬ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ২৯ লাখ ৯০ হাজার ৬৯১ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৮০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে বিশ্বে করোনা সংক্রমিত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ৬৫২ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন চার হাজার ৮১৩ জন। দুই আমেরিকা মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা করোনায় এবার আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। সোমবার বিকেলে এক টুইটে তিনি নিজেই পরীক্ষায় করোনা পজিটিভ আসার কথা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে প্রণবের টুইটের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পর তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল, সোমবার ওই পরীক্ষার প্রতিবেদন দেয়া হয়েছে, তাতে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিশ্বে সর্বোচ্চ মৃত্যু ভারতে ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ১৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪৪ হাজার ৪৯৯ জন। একদিনে রেকর্ড সর্বোচ্চ ৬২ হাজার ৬৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২ লাখ ১৭ হাজার ৬৪৫ জন। মাইলফলক পার করেছে যুক্তরাষ্ট্র ॥ মহামারী করোনায় আক্রান্তের দিক দিয়ে দুঃখজনক একটি মাইলফলকে ছুঁয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৯৯ হাজার ৫২৪ জন। অবশ্য গত সপ্তাহে দেশটির শীর্ষ সংক্রমক রোগ বিশেষজ্ঞ বলেছেন, বছর শেষে কার্যকর একটি ভ্যাকসিন পাওয়া যেতে পারে। ৯৭ হাজার শিশু আক্রান্ত ॥ যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। সম্প্রতি নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আমেরিকান একাডেমি অব পেডিয়েট্রিক্স এ্যান্ড চিলড্রেন্স হসপিটাল এ্যাসোসিয়েশন যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মৃত্যু ॥ অস্ট্রেলিয়ায় করোনার শুরু থেকে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড গড়েছে ভিক্টোরিয়া রাজ্য। সেখানে নতুন করে মারা গেছেন আরও ১৭ জন। একইদিনে রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৯৪ জন। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য ভিক্টোরিয়া দ্বিতীয় ধাপের করোনা মহামারীর উপকেন্দ্র হয়ে উঠেছে। গত সপ্তাহেও এ রাজ্যে দৈনিক গড়ে চার শ’ থেকে পাঁচ শ’ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। রেকর্ড মৃত্যু নিয়ে ভিক্টোরিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে। ব্রাজিলে ৩০ লাখ ছাড়াল ॥ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনার সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২২ হাজার ২১৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৯৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
×