ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে সবার আগে করোনা ভ্যাকসিন আনার নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৩:০৩, ১১ আগস্ট ২০২০

দেশে সবার আগে করোনা ভ্যাকসিন আনার নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের দুই শতাধিক কোম্পানি করোনা ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং ২৫টি কোম্পানির ভ্যাকসিন মানবদেহে পরীক্ষারত পর্যায়ে রয়েছে। এসব কোম্পানির ভ্যাকসিনসমূহের সকল গুণাগুণ বিচার বিশ্লেষণ করে বাজারজাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই হবে সরকারের মূল লক্ষ্য। আমরা সেদিক দিয়ে এগিয়ে আছি। সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে সভায় উপস্থিত ভ্যাকসিন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিফতরের মহাপরিচালকসহ স্বাস্থ্যখাতের ভ্যাকসিনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তাদের দেশে দ্রুত ভ্যাকসিন পাওয়া সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানতে চাওয়া হয়। পরবর্তীতে অনলাইনে যুক্ত থাকা স্বাস্থ্যমন্ত্রীকে তা অবহিত করেন। সভায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নিকট করোনা ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ আপডেট জানার পর দেশে সবার আগে ভ্যাকসিন আনার ব্যাপারে করণীয় সম্পর্কে দ্রুত আপডেট তথ্য জানাতে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, আইইডিসিআর- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল বারি, ফেরদৌস কাদেরী, খালিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের অন্যান্য উর্ধতন কর্মকর্তা। স্বাস্থ্য অধিদফতরের এমএনসিএ্যান্ডএইচ-এর লাইন ডাইরেক্টর ও পরিচালক ডাঃ শামছুল হক করোনা ভ্যাকসিনের সর্বশেষ আপডেট সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
×