ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবমেরিন কেবল কাটার ঘটনায় মেয়রের ভাইসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১৭:০৭, ১০ আগস্ট ২০২০

সাবমেরিন কেবল কাটার ঘটনায় মেয়রের ভাইসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন কাটার ঘটনায় কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার ভাই আবুল হোসেন মোল্লা ও হাজী আবুল হোসেন নামের দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সকাল ১০টার দিকে মহিপুর থানা পুলিশ এ দুইজনকে আটক করে। এরা দুজনেই হাউজিং কোম্পানি সেভেন স্টার গ্রুপের সদস্য। এ ঘটনায় কলাপাড়া সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের নিরাপত্তা কর্মকর্তা হারুন-অর-রশীদ মহিপুর থানায় একটি মামলা করেছেন। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় পাঁচ জনকে আসামিসহ অজ্ঞাত তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে কলাপাড়ার আমখোলা পাড়া সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দুরে আলীপুর বন্দরের কাছে ওই কেবল কাটা পড়ে। ফলে ইন্টারনেটে গতির সমস্যা দেখা দেয়। তবে রাত ১২টার দিকে কাটা কেবল মেরামত করে ইন্টারনেট লাইনের পুনঃসংযোগ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। ফলে ইন্টারনেটের গতির সমস্যা কেটে গেছে। বিএসপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গতকাল সন্ধ্যার পরে ঢাকা থেকে কলাপাড়ায় ঘটনাস্থলে চলে আসেন। তবে আপাতত পুনঃসংযোগ স্থাপন করা হলেও এটির পুর্নাঙ্গ কাজ করতে হবে বলে সংশ্লিষ্টসুত্রে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, রবিবার ওখানে সেরকারি কোম্পানি সেভেন স্টার গ্রুপের একটি বাণিজ্যিক জমির বালু ভরাটের কাজ চলছিল। যেখানে স্কেভেটর (বেকু) মেশিনে মাটি কেটে জমিতে বেড়িবাঁধ দেয়ার কাজ করছিল। তখন (স্কেভেটর) বেকু মেশিনে আটকে সাবমেরিন কেবল কেটে ফেলে। দ্বিতীয় সাবমেরিণ কেবল ল্যান্ডিং স্টেশনের ডিজিএম মো. তরিকুল ইসলাম জানান, হাউজিং কোম্পানি সেভেন স্টার গ্রুপ স্কেভেটর দিয়ে মাটি কেটে পাশের একটি জমির চারদিকে বাঁধ দিচ্ছিলেন। সকাল থেকেই সে মাটি কাটার কাজ শুরু করা হয়। কেবলটি পাঁচ ফুট মাটির গভীরে স্থাপন করা ছিল। স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় ক্যাবলটির কমপক্ষে ২৫ ফুট কেটে উঠে যায়। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
×