ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তার চলে যাওয়া সংগীতাঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি ॥ রুনা লায়লা

প্রকাশিত: ১৩:০৬, ১০ আগস্ট ২০২০

তার চলে যাওয়া সংগীতাঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি ॥ রুনা লায়লা

অনলাইন ডেস্ক ॥ বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীত অঙ্গনে। চলচ্চিত্রের মানুষেরাও শোক প্রকাশ করছেন। ফেসবুকে লিখছেন প্রিয় মানুষটিকে নিয়ে নানা স্মৃতিকথা, জানাচ্ছেন প্রার্থনা। কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শোক প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আরেকজন গুণী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী স্বর্গের পথে যাত্রা করলেন। তার চলে যাওয়া আমাদের সংগীতাঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি। তার তৈরি সুন্দর এবং প্রাণ ভরানোর সুর দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।’ প্রয়াত শিল্পীর সঙ্গে গান করা প্রসঙ্গে তিনি লেখেন, ‘তার সঙ্গে অসংখ্যবার কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সৃষ্টিকর্তার কাছে তার বিদেহি আত্মার শান্তি কামনা করি এবং তাকে জান্নাতের সবচেয়ে সেরা স্থান দান করুক সেই প্রার্থনা করি।’ রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
×