ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ির কাছের কলেজকে প্রাধান্য দেয়ার পরামর্শ

বিড়ম্বনা ছাড়াই শুরু হলো একাদশে ভর্তির অনলাইন আবেদন

প্রকাশিত: ২২:০১, ১০ আগস্ট ২০২০

বিড়ম্বনা ছাড়াই শুরু হলো একাদশে ভর্তির অনলাইন আবেদন

স্টাফ রিপোর্টার ॥ শুরু হলো একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া। প্রথম পর্যায়ের আবেদন শেষ হবে আগামী ২০ আগস্ট। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে বলেছে, একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। এদিকে কলেজ চয়েজ, কলেজ নিশ্চায়নসহ ভর্তির আবেদনের বিষয়ে শিক্ষার্থীদের নানা পরামর্শ দিয়েছেন রাজধানীর নামী কলেজগুলোর অধ্যক্ষরা। ভর্তিতে তারা নিজ নিজ বাড়ির কাছের কলেজকে প্রাধান্য দেয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিবছর কেবল আবেদনের ভুলে পছন্দের কলেজ না পাওয়াসহ নানা জটিলতায় পরতে হয় শিক্ষার্থীদের। প্রথমদিনের আবেদন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রবিবার সন্ধ্যায় জনকণ্ঠকে বলেছেন, সকাল ৭টা থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের কোন জটিলতার খবর আমরা পাইনি। সারাদেশে ভালভাবেই আবেদন করা যাচ্ছে। বন্যাকবলিত এলাকা থেকেও কোন বিড়ম্বনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, মনে হয় বন্যাকবলিত এলাকাতেও অনলাইন আবেদনে কোন জটিলতা হচ্ছে না। অন্য বছরের তুলনায় এবার প্রথম দিনের আবেদনের সংখ্যা বেশি জানিয়ে তিনি বলেন, প্রথমদিন প্রথম ১০ ঘণ্টাতেই তিন লাখের ওপরে আবেদন জমা পড়েছে। যা অন্য কোন বছর হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে, তিন ধাপে আবেদন ও ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এবার ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়া আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে। ভর্তির সময় পরিবর্তন হলেও প্রকাশিত নীতিমালা অনুসারেই শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীদের http://www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। ভর্তির জন্য প্রথম দফায় অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২০ আগস্ট পর্যন্ত। তবে জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে চার সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের আবদনের ফল প্রকাশ হবে একই দিন রাত ৮টাতেই। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার সাত হাজার ৪৭৪টি সরকারী-বেসরকারী কলেজের একাদশ শ্রেণীতে ২৫ লাখ আসন রয়েছে। মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। তারাই এবার একাদশ শ্রেণীতে ভর্তিতে আবেদন করবেন। মাধ্যমিক উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও আট লাখ আসন ফাঁকা থাকবে। বোর্ড কর্মকর্তারা বলছেন, অনলাইনে আবেদন হলেও প্রতিবছর শিক্ষার্থীরা দুই কারণে বোর্ডে ভিড় জমায়। একটি হচ্ছে- ভুয়া আবেদনের শিকার হলে, আরেকটি হচ্ছে- ভুল তথ্য আবেদনে ইনপুট করা হলে। ভুয়া আবেদন রোধে এবার শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়ত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। আর ভুল তথ্য ইনপুট করা হলে সেক্ষেত্রে করণীয় জানতে বা অন্য কোন সমস্যায় পড়লে শিক্ষার্থীদের হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আবেদন কার্যক্রম সম্পন্নে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।
×