ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ॥ ডাঃ কনক কান্তি

প্রকাশিত: ২১:২২, ১০ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর সাফল্যের নেপথ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ॥ ডাঃ কনক কান্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বনানীতে বঙ্গমাতার কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডাঃ কে এম তারিকুল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডাঃ কনক কান্তি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের অন্যান্য সাধারণ সাফল্যের নেপথ্যে রয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমর্থন ও নিঃস্বার্থপর সহযোগিতা। আমি মনে করি, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনসহ সকল অর্জনের নেপেথ্যে প্রধান শক্তি হিসেবে কাজ করেছে বঙ্গমাতার ত্যাগ, ধৈর্য ও জীবন সঙ্গিনী হিসেবে বঙ্গমাতার আজীবন ত্যাগী মানসিকতা হিসেবে বঙ্গবন্ধুকে সহযোগিতা করা ও সমর্থন দিয়ে যাওয়া। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সঙ্গেও বঙ্গমাতার অসাধারণ অবদান রয়েছে। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেয়ার আগে বিষয়টি নিয়ে বঙ্গমাতার সঙ্গে আলোচনা করেছিলেন। বঙ্গমাতার সহযোগিতা পাওয়ার কারণেই বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বড় বড় অর্জন সম্ভব হয়েছে।’ –বিজ্ঞপ্তি
×